ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইরানকে খারাপ পরিণতির হুমকি দিলেন সৌদি কূটনীতিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ২৯ নভেম্বর ২০১৯

ইরাকের নাজাফ শহরের ইরানি কন্স্যুলেট ভবনে দুর্বৃত্তদের দেওয়া অগ্নিসংযোগের পর তেহরানকে আরও খারাপ পরিণতির হুমকি দিয়েছেন একজন সৌদি কুটনীতিক। খবর পার্সটুডে’র।

বৃহস্পতিবার মিশরের নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ওসামা বিন আহমেদ নুকাইল বলেছেন, নাজাফে ইরানি কন্স্যুলেট ভবনে হামলা হচ্ছে আঞ্চলিক রাজনীতিতে ইরানের ভূমিকার সরাসরি ফলাফল। এসময় তিনি হুমকি দিয়ে বলেন, ইরানকে আরও খারাপ পরিণতির জন্য অপেক্ষা করতে হবে।

নুকাইল আরও বলেন, এরপর যা আসছে তা কেউ ভাবতেও পারছে না।

তিনি বলেন করেন, ইরাকের সঙ্গে সৌদি আরবের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং ইরাক চাইলে ইরানের প্রভাব থেকে বাগদাদকে উদ্ধার করতে প্রস্তুত রয়েছে রিয়াদ।

নুকাইল অভিযোগ করেন, ইরাক ও ইয়েমেনসহ মধ্যপাচ্যের বিভিন্ন দেশে ইরান হস্তক্ষেপ করে যাচ্ছে। সৌদি আরব ঠিক একইভাবে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ করে আসছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি