ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৩, ১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৬:০৯, ১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় উড্ডয়নের অল্প পরেই একটি বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

স্থানীয় সময় শনিবার ব্রুলি কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানিয়েছে সিএনএন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পিলাটাস পিসি-টুয়েলভ নামের বিমানটি চেম্বারলেন বিমানবন্দর থেকে যাত্রার পরপরই বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের পর আনুমানিক এক মাইল দূরে ব্রুলি কাউন্টিতে বিধ্বস্ত হয়।

ব্রুলি কাউন্টির অ্যাটর্নি থেরেসা মাউলি রোসো জানিয়েছেন, বিমানটিতে ১২ জন আরোহী ছিলেন। বেঁচে যাওয়া তিনজনকে সিউক্স ফলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি