ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ভারতের নাগরিকত্ব আইন: বিক্ষোভ রূপ নিয়েছে গণআন্দোলনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ১৭ ডিসেম্বর ২০১৯

আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের পর ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিতর্কিত নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভ রূপ নিয়েছে গণআন্দোলনে। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মুখর বিভিন্ন স্থর ও ধর্মের মানুষ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিনা অনুমতিতে দিল্লিতে পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি চালায়। বিক্ষোভকারীদের গায়ে গুলির আঘাত রয়েছে বলে জানান চিকিৎসকরাও।

তবে বিক্ষোভ হঠাতে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নাশকতা ঠেকাতে লাঠিচার্জ করা হয়েছে বলে জানায় তারা।

এদিকে, পশ্চিমবঙ্গে আন্দোলনকারীরা সরকারি বাস, ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়িসহ অন্তত ১৭টি যানবাহনে আগুন দিয়েছে। রেলগাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বাধাগ্রস্ত হয়েছে দক্ষিণ, পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল সংযোগ।

আন্দোলনরত তরুণদের পাশে অনঢ় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মোদি সরকারের উদ্দেশে মমতা বলেন, এ আইন প্রয়োগ করতে হলে তার মৃতদেহের ওপর দিয়ে করতে হবে। 

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি