ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৫, ২২ ডিসেম্বর ২০১৯

অস্ট্রেলিয়ার চলমান ভয়াবহ দাবানলের মধ্যে অবসর কাটাতে হাওয়াই দ্বীপে যাওয়ায় জাতির কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

বিবিসি জানায়, অবসর কাটানো নিয়ে দেশবাসীর প্রবল বিক্ষোভের মুখে পড়েন মরিসন। পরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেন তিনি।

গেল কয়েক মাস যাবত তীব্র খরা ও ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়া। দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন আটজন।

দেশটির কর্মীরা প্রায় ১০০টি দাবানলের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন। পুড়ে গেছে ৭০০ বেশি বাড়ি। হেক্টরের পর হেক্টর বনভূমি নিশ্চিহ্ন হয়ে গেছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি