ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

১১ নাইজেরিয় বন্দিকে হত্যার ভিডিও প্রকাশ করল আইএস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ২৭ ডিসেম্বর ২০১৯

১১ নাইজেরিয় বন্দিকে হত্যার ভিডিও প্রকাশ করল আইএস

১১ নাইজেরিয় বন্দিকে হত্যার ভিডিও প্রকাশ করল আইএস

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক সশস্ত্র জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা নাইজেরিয়ায় ১১ জন বন্দিকে শিরশ্ছেদের মাধ্যমে হত্যা করেছে। সম্প্রতি সেই হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে আইএস। ৫৬ সেকেন্ডর ওই ভিডিওটি প্রকাশ করেছে জঙ্গি সংগঠনটির সংবাদ সংস্থা ‘আমাক’। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আইএস ওই ভিডিওটি প্রকাশ করে। সেখানে সংগঠনটি দাবি করেছে, গত অক্টোবরে সিরিয়ায় তাদের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদীকে হত্যা করে মার্কিন সেনারা। এর প্রতিশোধ হিসেবেই এই হত্যাকাণ্ড চালানো হয়েছে।

আইএস জানিয়েছে, যাদের হত্যা করা হয়েছে তারা সবাই খ্রিস্টান ধর্মাবালম্বী এবং সবাই পুরুষ। গত সপ্তাহে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোরনো থেকে তাদের আটক করা হয়। বিশ্লেষকরা বলেছেন, বড়দিন উদযাপনকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। 

এর আগে, চলতি বছরের অক্টোবরে সিরিয়ায় চালানো এক সেনা অভিযানে আইএসের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদী ও তাদের মুখপাত্র আবুল হাসান আল মুহাজির নিহত হন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি