ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নয়া ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে রাশিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ২৯ ডিসেম্বর ২০১৯

রাশিয়া ২০২০ সালে নয়া অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৫০০’র পরীক্ষা চালাবে বলে জানিয়েছেন দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভোরুচকো। খবর পার্স টুডে’র।

গতকাল শনিবার মস্কোয় সাংবাদিকদের তিনি জানান, তার দেশ আগামী বছর অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৫০০’র প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করবে।

রুশ উপ প্রতিরক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা সম্পন্ন করার পর এই ব্যবস্থার প্রথম ক্ষেপণাস্ত্র ২০২৫ সালে উৎপন্ন হবে। মধ্যম ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার লক্ষ্যে এস-৫০০ আকাশ প্রতিরক্ষা নির্মিত হতে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

রাশিয়ার এই মন্ত্রী জানান, এটি হবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র আপডেট ভার্সন।

রাশিয়া এমন সময় এস-৫০০’র পরীক্ষা চালানোর খবর দিল যখন রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ব্যবস্থা সংগ্রহ করতে গিয়ে তুরস্ক যুক্তরাষ্ট্রের চরম ক্ষোভের শিকার হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি