ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে গাড়ির ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৯ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন এক আরোহী। 

রোববার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, লুইসিয়ানা অঙ্গরাজ্যের লাফায়েত শহরে ওয়ালমার্ট সুপার মার্কেটের সামান্য দূরে এ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। 

এসময় বিমানটি বিধ্বস্ত হয়ে একটি গাড়ির ওপর আছড়ে পড়লে ওই গাড়ির চালক আহত হন। এছাড়া ঘটনাস্থলে থাকা আরও দু’জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই ওয়ালমার্ট খালি করে দেওয়া হয়।

বিমানবন্দর থেকে উড্ডয়নের পর স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্তের ঘটনায় কাছাকাছি থাকা একটি পোস্ট অফিসেও ক্ষয়ক্ষতি হয়।

নিহতদের মধ্যে কার্লে আন ম্যাককর্ড নামে একজন গণমাধ্যমকর্মী আছেন বলেও জানা গেছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে তার স্বামী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

এ ঘটনায় লুইসিয়ানার গভর্নর জন এডওয়ার্ডস এক টুইট বার্তায় হতাহতের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি