ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার দাবানল অব্যাহত, আগুনে পুড়ে দমকল কর্মীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৩১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:২৫, ৩১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানলের আগুনে পুড়ে এক দমকল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

দমকল বাহিনীর গাড়িতে দাবানলের আগুন লাগার ফলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে উচ্চ তাপমাত্রা ও দমকা হাওয়ার ফলে দাবানল ছড়িয়ে পড়ছে। হাজার হাজার মানুষকে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

ভিক্টোরিয়া রাজ্যে আগুনের ১১ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ার ফলে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে দাবানল ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি