‘ট্রাম্পকে নিয়ে খেলছেন কিম’
প্রকাশিত : ১৬:০৩, ৩ জানুয়ারি ২০২০
উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্বল অবস্থানের তীব্র সমালোচনা করেছেন সাবেক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান। বলেছেন, ট্রাম্পের দুর্বল অবস্থানের কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ট্রাম্পকে নিয়ে খেলছেন। খবর পার্সটুডে’র।
২০১৫ সালে ইরানের সঙ্গে পাশ্চাত্যের পরমাণু সমঝোতা সই করার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তৎকালীন উপ-পররাষ্ট্রমন্ত্রী শেরম্যান।
গতকাল বৃহস্পতিবার তিনি আরও বলেন, ওয়াশিংটনের দুর্বল নীতির কারণে কিম জং-উন তার পরমাণু অস্ত্র কর্মসূচিকে পরিপূর্ণতা দেয়ার জন্য আরও বেশি সময় পেয়েছেন এবং তিনি হয়তো কৌশলগত কোনও অস্ত্র তৈরির কাজে হাত দিয়েছেন।
শেরম্যানের মতে, চীন, ইরাক ও ইরানসহ সারাবিশ্বের চলমান পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন উত্তর কোরিয়ার নেতা। চীন, ইরাক ও ইরানের পরিস্থিতি কিম জং-উনকে একথাই বলে দিচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এসব ব্যাপারে অত্যন্ত দুর্বল অবস্থান গ্রহণ করেছেন।
উত্তর কোরিয়ার নেতা গতকাল বৃহস্পতিবার বলেন, তিনি তার দেশের পরমাণু অস্ত্রভাণ্ডারের জন্য আরেকটি কৌশলগত অস্ত্র তৈরি করতে চান। এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প তার প্রতিক্রিয়ায় বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে বিদ্যমান সমস্যা শিগগিরই মিটিয়ে ফেলা হবে। তবে কীভাবে তিনি এ অসাধ্য সাধন করবেন সে সম্পর্কে ট্রাম্প কিছুই বলেননি।
মার্কিন প্রেসিডেন্ট দুই বছর আগে ফাঁপা প্রতিশ্রুতি দিয়ে উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে বসাতে সক্ষম হন। কিন্তু দুই দেশের দুই নেতা এ পর্যন্ত তিনবার মুখোমুখি বৈঠকে বসলেও সেসব বৈঠক থেকে কোনও ফল বয়ে আসেনি।
একে//
আরও পড়ুন