ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সৌদির ধ্বংস দেখে মরতে চেয়েছিলেন মুহান্দিস, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৪, ১০ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৭:২৬, ১০ জানুয়ারি ২০২০

পিএমএফ উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস

পিএমএফ উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস

সৌদি আরবের ধ্বংস দেখার পরেই মরতে চেয়েছিলেন মার্কিন হামলায় কাশেম সোলাইমানির সঙ্গে নিহত ইরাকি পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এমনই তথ্য সম্বলিত একটা প্রামাণ্যচিত্র সম্প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়েছে।

আল-আরাবিয়া জানিয়েছে, তিন বছর আগে মুহান্দিসকে নিয়ে এই প্রামাণ্যচিত্রটি তৈরি করে ইরানি সম্প্রচার মাধ্যম। সম্প্রতি সেটি নতুন করে আবার সম্প্রচার করা হয়েছে। এছাড়া ইরানি রাষ্ট্রীয় সংবাদসংস্থা আইআরআইবিতেও তা প্রকাশ করা হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে মোহান্দিসকে দুই ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা গেছে। এতে তারা তাদের ‘শাহাদত’ নিয়ে আলোচনা করেন। ওই দুই ব্যক্তি বলছিলেন, ইসরাইল ধ্বংসের পরেই তারা মুহান্দিসকে শহীদ হিসেবে দেখতে চান। এর আগে না।

জবাবে মুহান্দিস বলেন, ইসরাইলের দরকার নেই। সৌদি আরবের ধ্বংস দেখার পর তিনি শহীদ হতে চান। পরে, যুক্তরাষ্ট্র প্রশ্নে তিনি জোর দিয়ে বলেন, আল্লাহর ইচ্ছায় প্রেসিডেন্ট ট্রাম্পের হাতেই আমেরিকা ধ্বংস হয়ে যাবে।

এছাড়া গত জানুয়ারিতে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, ইরানি কমান্ডার কাসেম সোলাইমানিকে তার আনুগত্যের প্রতিশ্রুতি দিচ্ছেন মোহান্দিস।

এনএস/

عاجل : مواقع الحرس الثوري الإيراني نشرت فيديو من ابو مهدي المهندس قبل قليل وهو يتكلم باللغة الفارسية مع صحفيين من قناة تابعة للحرس الثوري يقول المهندس : أتمنى أموت وأرى دمار الرياض والسعودية وليس إسرائيل ، السعودية فقط نريد دمارها . pic.twitter.com/9yXPjetBGR

— محمد مجيد الأحوازي (@MohamadAhwaze) January 9, 2020

Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি