ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, নিহত ১২
প্রকাশিত : ১৯:১৫, ১২ জানুয়ারি ২০২০
ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্র, নিহত ১২
শক্তিশালী এক ঝড়ের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) আঘাত হানা এ ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চল। উদ্ধার অভিযান এখনও অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২ লাখ মানুষ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়- যুক্তরাষ্ট্রের অ্যালাব্যামা, লুজিয়ানা ও টেক্সাস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে অ্যালাব্যামা রাজ্যে। সেখানকার অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে যায়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে প্রচণ্ড এ ঝড়ের কারণে শিকাগোর প্রধান দুটি বিমানবন্দরে শনিবার কয়েকশ ফ্লাইট বাতিল করা হয়।
এনএস/
আরও পড়ুন