হিজবুল্লাহকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে সম্পদ জব্দের ঘোষণা ব্রিটেনের
প্রকাশিত : ১৫:১০, ১৮ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৫:১৩, ১৮ জানুয়ারি ২০২০
হিজবুল্লাহর প্রতি লেবাননের সাধারণ মানুষের সমর্থন রয়েছে দাবি পার্স টুডে’র
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী আখ্যা দিয়েছে ব্রিটেন। একই সঙ্গে সে দেশে থাকা সংগঠনটির সম্ভাব্য সব রকমের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে সরকার। খবর পার্স টুডে’র।
ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল শুক্রবার দেওয়া একটি বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হিজবুল্লাহর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হবে এবং তাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ ব্রিটেনে থাকলে তা বাজেয়াপ্ত করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ সরকারের এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার সঙ্গে যারা সহযোগিতা করবে না তাদের ভূমিকাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে হিজবুল্লাহ দাবি পার্স টুডে’র
এর আগে ২০০১ সালে ব্রিটেন হিজবুল্লাহ বহি:নিরাপত্তা ইউনিটকে এবং ২০০৮ সালে সামরিক শাখাকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেয়া হয়েছিল। গেল বছর হিজবুল্লাহকে কালো তালিকাভুক্তও করে ব্রিটিশ সরকার। সে বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেন। তখন তিনি বলেছিলেন, হিজবুল্লাহর রাজনৈতিক শাখা ও সামরিক শাখাকে লন্ডন এখন আর পার্থক্য করতে পারছে না।
এমএস/
আরও পড়ুন