ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

আগামী সপ্তাহে ট্রাম্পের বিচার শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ১৮ জানুয়ারি ২০২০

কেন স্টার, পাম বন্ডি এবং অ্যালান ডারশোভিটস ট্রাম্পের জন্য লড়বেন- বিবিসি

কেন স্টার, পাম বন্ডি এবং অ্যালান ডারশোভিটস ট্রাম্পের জন্য লড়বেন- বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের বিচার প্রক্রিয়া জোরদার করেছেন রিপাবলিকান দলের সিনেটররা। আগামী সপ্তাহে বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে। খবর বিবিসি ও পার্স টুডে’র। 

রিপাবলিকান সিনেটররা ট্রাম্পের আইন বিষয়ক টিম এবং ম্যানেজার বা বিচারককে ২৪ ঘণ্টা করে সময় দেবেন। ১৯৯৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ব্যাপারেও একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল। মার্কিন পত্রিকা ‘দি হিল’ গতকাল শুক্রবার রিপাবলিকান সিনেটরদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। 

পত্রিকাটি বলেছে, দুপক্ষকেই দুই দিনের মধ্যে তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে হবে। রিপাবলিকান দলের সিনেটর টেড ক্রুজ ফক্সও নিউজকে এ তথ্য জানিয়েছেন। প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহামও একই কথা জানিয়েছেন।

ট্রাম্পের ইমপিচমেন্টের বিচার সম্পন্ন করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদের পক্ষ থেকে স্পিকার ন্যান্সি পেলোসি একজন বিচারক নিয়োগ করেছেন। প্রতিনিধি পরিষদে বিরোধীদলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে সিনেটে ট্রাম্পের রিপাবলিকান দলের প্রাধান্য রয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি