ট্রাম্পের অভিশংসন হচ্ছে না!
প্রকাশিত : ১০:২৪, ২ ফেব্রুয়ারি ২০২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ফাইল ছবি
সিনেটে নতুন সাক্ষী ডাকাসহ আরও প্রমাণ হাজির করার জন্য বিরোধী ডেমোক্র্যাটরা যে প্রস্তাব তুলেছিলেন শেষমেশ তা ধোপে টেকেনি। আর মাত্র একজন সিনেটরকে পক্ষে টানতে না পারায় আটকে গেল ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া। এক কথায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার অভিশংসন নাটক শেষ।
রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ন্যূনতম সমর্থনটুকুও না পাওয়ায় শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ হাজিরের বিপক্ষে প্রস্তাব পাস করেন সিনেটররা।
গোটা সপ্তাহ ডেমোক্র্যাটরা চতুর্থ একজন রিপাবলিকান সিনেটরের সমর্থনের অপেক্ষায় ছিলেন। মোট চারজন রিপাবলিকানের সমর্থন পেলেই তাদের পক্ষে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে সাক্ষী হিসেবে সিনেটে হাজির করা যেত। কিন্তু তিনজন রিপাবলিকান তাদের পক্ষে ভোট দিলেও চতুর্থজন পাওয়া যায়নি।
সিনেটে বিতর্ক শেষে সংখ্যালঘু ডেমোক্র্যাট নেতা চাক শুমার স্বীকার করেন, নতুন সাক্ষী বা প্রমাণ হাজির করার জন্য ৫১টি ভোট তাদের হাতে নেই।
এমএস/
আরও পড়ুন