ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাত মেলান নি ট্রাম্প; বক্তব্যের কপি ছিঁড়ে ফেললেন পেলোসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

মার্কিন সংসদ কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি হাত বাড়িয়ে দিলেও তার সঙ্গে করমর্দন করেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্টের ভাষণের আগে ডেমোক্র্যাট নেতা পেলোসি কুশল বিনিময়ের জন্য ট্রাম্পের দিকে হাত বাড়িয়ে দিলেও তিনি হাত মেলাননি। ছবিতে দেখা গেছে, ট্রাম্প বিষয়টি না দেখার ভান করেছেন।

এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভাষণ শেষ করেন তখন পেলোসি দাঁড়িয়ে তার হাতে থাকা ট্রাম্পের বক্তব্যের কপি ক্ষোভের সঙ্গে টেনে ছিঁড়ে ফেলেন।

পরে তিনি এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন, এটিই ছিল সবচেয়ে ভদ্রোচিত জবাব। ট্রাম্প তার বক্তব্যে স্বাস্থ্যসেবা ও অভিবাসন ব্যবস্থা নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনা করেন। তবে ওষুধের দাম কমানো ও অবকাঠামোগত উন্নয়নে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

ন্যান্সি পেলোসির নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব পাস হওয়ায় ক্ষুব্ধ হয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে অভিশংসন প্রস্তাবের বিচার প্রক্রিয়া প্রায় শেষের পথে। তাতে রেহাই পাবেন ট্রাম্প।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি