ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ট্রাম্পের ডিল অব দ্যা সেঞ্চুরি বাস্তবায়ন হতে দেব না: আব্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ৬ ফেব্রুয়ারি ২০২০

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণাপূর্ণ কথিত শান্তি চুক্তি 'ডিল অব দ্যা সেঞ্চুরি' কখনোই বাস্তবায়ন হতে দেবে না। ফিলিস্তিন জাতি এ ষড়যন্ত্রমূলক ডিল মেনে নেবে না।     

বুধবার রাতে মাহমুদ আব্বাস ফিলিস্তিনের রামাল্লা শহরে দেয়া এক বিবৃতিতে বলেন, আরব রাষ্ট্র, মুসলিম দেশসহ অন্যান্য রাষ্ট্র আমেরিকা এবং ইসরাইলের পক্ষ থেকে উত্থাপিত ডিল অব দ্যা সেঞ্চুরির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। 

তিনি বলেন, ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে করা অতীতের সব ষড়যন্ত্রগুলোর মতোই এ পরিকল্পনা ব্যর্থ হবে। তিনি বলেন, জেরুজালেম আল কুদস এবং ফিলিস্তিনি ভূমি কেনাবেচার বিষয় নয় এবং ডিল অব দ্যা সেঞ্চুরি কখনই বাস্তবায়ন হতে দেয়া হবে না। 

গত ২৮ জানুয়ারি (মঙ্গলবার) প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে হোয়াইট হাউস থেকে এই পরিকল্পনা প্রকাশ করেন। ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দল, ইরান এবং তুরস্ক সরাসরি ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। তবে সৌদি আরব এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি