ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ইদলিবে ঢুকছে তুরস্কের সামরিক বহর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ৬ ফেব্রুয়ারি ২০২০

তুরস্কের সামরিক বাহিনী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশে সামরিক বহর নিয়ে ওই এলাকায় প্রবেশ করেছে। ইদলিব প্রদেশে সিরিয়ার সামরিক বাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছে।

সিরিয়ার সামরিক বাহিনীর জেনারেল কমান্ডের একটি বিবৃতি উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, তুরস্কের একটি সামরিক বহর সিরিয়ার ইদলিব প্রদেশের ওগ্লিনার এলাকায় ঢুকে পড়েছে। এ সামরিক বহরে বেশকিছু সাঁজোয়া যান রয়েছে এবং সেগুলোকে বিনিশ, মা’রেত-মাসরিন এবং তাফতানাজ শহরের মাঝে মোতায়েন করা হয়েছে।

এর আগে, গতকাল ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কের আশপাশে বেশ কয়েকদফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যদিও সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী সেসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করেছে।

সিরিয়ার সামরিক বাহিনীর জেনারেল কমান্ড বলেছে, যে দেশই আগ্রাসী শক্তি হোক না কেন এবং যে রূপেই তারা আগ্রাসন চালাতে আসুক- সিরিয়ার সামরিক বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে প্রস্তুত রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি