১০০ যাত্রী নিয়ে আঁছড়ে পড়ল রুশ বিমান
প্রকাশিত : ১৯:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২০
১০০ যাত্রী নিয়ে আঁছড়ে পড়ল রুশ বিমান
অবতরণের সময় রানওয়েতে আঁছড়ে পড়েছে রাশিয়ার ইউটায়ার এয়ারওয়েজের একটি বিমান। এ সময় বিমাটিতে ১০০ জন যাত্রী ছিলেন। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পান তারা।
গত ৯ ফেব্রুয়ারি রাজধানী মস্কো থেকে ৩৬০ কিলোমিটার উত্তরাঞ্চলীয় কোমির ইউসিনস্ক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এতে বিমানের আরোহীদের কেউ গুরুতর আহত হয়নি বলে নিশ্চিত করেছে এয়ারওয়েজ কর্তৃপক্ষ। খবর ডেইলি মেইল-এর।
খবরে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ইউটায়ার এয়ারওয়েজের বোয়িং ৭৩৭ বিমানটি রানওয়েতে অবতরণের সময় আঁছড়ে পড়ে। পরে তড়িঘড়ি করে বিমানের যাত্রীদের নামিয়ে আনা হয়।
ইউটায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি অবতরণের সময় বিমানবন্দরের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমটি কাজ করছিল না এবং রানওয়ের লাইটও বন্ধ ছিল। যার ফলে এমনটা হয়েছে। মূলত, বিমানের পেছনের অংশটাই আগে রানওয়ের মাটি স্পর্শ করে।
এনএস/
আরও পড়ুন