আইনপ্রণেতারা সমর্থন জানালো আনোয়ার ইব্রাহীমকে
প্রকাশিত : ১৭:৪৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৭:৫১, ২৬ ফেব্রুয়ারি ২০২০
আনোয়ার ইব্রাহীম
মালয়েশিয়ার রাজনীতি এখন টালমাটাল অবস্থা। ক্ষমতার পালাবদলে কে কেন্দ্রবিন্দুতে থাকবেন সেটা নিয়ে চলছে অন্দরমহলের চোরাগলিতে দৌড়ঝাঁপ। প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অস্থিরতা চরম পর্যায়ে চলে আসে।
এমন পরিস্থিতিতে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজনৈতিক দল পিকেআর’র প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহীমকে সমর্থন ঘোষণা দেন ক্ষমতাসীন জোট পাকাতান হারাপানের সব আইনপ্রণেতা। আনোয়ারকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য তারা এ সমর্থন জানায়।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, মালয়েশিয়ার রাজা ইয়াং দি-পারতুয়ান আগংয়ের কাছে প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ার ইব্রাহিমর নাম উপস্থাপন করেন পিকেআর’র আইনপ্রণেতারা। সূত্র জানিয়েছে, আমানাহ জোটের সাংসদরাও এতে সমর্থন দিয়েছেন। আশা করা হচ্ছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজার সামনে ডিএপি দলের আইনপ্রণেতারাও আনোয়ারকে সমর্থন দিবেন।
এরমাঝে দেশটির আইনপ্রণেতারা রাজার সঙ্গে সাক্ষাত করেন। আইনপ্রণেতা ওয়াংসা মাঝু তান ইই কিউ সাক্ষাতের পর বলেন, আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করতে আমি বিধিবদ্ধ ঘোষণায় আমি স্বাক্ষর করেছি। ধারণা করা হচ্ছে, এব্যাপারে খুব শিগগিরই দলীয় আনুষ্ঠানিক বিবৃতি দিবেন পিকেআর’র যোগাযোগ পরিচালক ফাহমি ফাদজিল।
আমানাহ জোটের যোগাযোগ পরিচালক খালিদ সামাদ আগেই টুইট বার্তায় লিখেছেন, ‘আনোয়ারের যথেষ্ট সমর্থন আছে- তাকে এটা প্রমাণের সুযোগ দেওয়া উচিৎ।’
এদিকে আনোয়ার ইব্রাহীমকে প্রধানমন্ত্রী হতে মালয়েশিয়ার আইন অনুসারে সমর্থন লাগবে ১১২জন আইনপ্রণেতা বা সংসদ সদস্যের। এখন বারসাতু দল ও পিকেআর’র ১১ আইনপ্রণেতা পাকাতান জোট থেকে বেরিয়ে গেছে। ফলে জোটে মোট ৯২টি সিট থাকছে। এখন আনোয়ারের প্রধানমন্ত্রী হতে ১০টি সমর্থন লাগবে। এ সমর্থন পেলেই পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহীম।
এসি
আরও পড়ুন