ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চীনে কোয়ারেন্টিন হোটেল থেকে উদ্ধার ৪৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৮ মার্চ ২০২০

চীনের উদ্ধারকারীরা পূর্বাঞ্চলীয় কোয়াংঝো শহরে ধসে পড়া একটি হোটেলের ভেতর থেকে ৭০ জনের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করেছে। খবর বিবিসি’র।

পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ফুজিয়ান প্রদেশের উদ্ধারকর্মীরা ওই হোটেলের ধ্বংসস্তুপের ভেতরে তল্লাশি চালাচ্ছেন।

কিন্তু এখনো পযর্ন্ত এটা পরিষ্কার না যে ঠিক কী কারণে হোটেলটি ধসে পড়ল এবং কোনও ব্যক্তি নিহত হয়েছে কি না। ঘটনাটি শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হচ্ছে, করোনা ভাইরাসে আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল এরকম লোকজনকে সেখানে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল।

হোটেলটি ২০১৮ সালে চালু হয় এবং এতে ৮০টি কামরা রয়েছে। বেইজিং নিউজ ওয়েবসাইটকে একজন নারী বলেছেন, তার এক বোন এবং আত্মীয়কে সেখানে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল। তিনি বলছিলেন, আমি তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। তারা তাদের ফোন ধরছেন না।

‘আমিও আরেকটা হোটেলে কোয়ারেন্টিনে ছিলাম। আমি খুব উদ্বিগ্ন। আমি বুঝতে পারছি না কি করবো। তারা ভালো ছিল। ডাক্তাররা তাদের প্রতিদিন তাপমাত্রা নিচ্ছিল। এবং টেস্টের ফলাফল দেখাচ্ছিল সবকিছু স্বাভাবিক আছে।

শুক্রবার পর্যন্ত ফুজিয়ানে ২৯৬ জন করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর বাইরে ১০ হাজারেরও বেশি মানুষকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি