ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সিরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ২২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ৮ মার্চ ২০২০

সিরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারের সঙ্গে বাসের সংঘর্ষে ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭০ জন।

আহতদের পাশের হাসপাতালে নেয়া হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা হাসপাতাল কর্তৃপক্ষের।

শনিবার রাজধানী দামেস্কর সঙ্গে হোমস প্রদেশকে সংযোগকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সানার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।

সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ খালেদ আল-রাহমুন গণমাধ্যমকে জানান, ট্যাঙ্কারটির ব্রেক ফেল হওয়ার পর সেটি ইরাকি যাত্রীদের বহনকারী দুটি বড় বাস ও ১৫টি অন্যান্য যানবাহনকে গিয়ে সজোরে আঘাত করে। এতেই হতাহতের এ ঘটনা ঘটে।

হতাহতদের অধিকাংশই দামেস্কের নিকটবর্তী একটি মাজার জিয়ারত করতে যাওয়া ইরাকি শিয়া তীর্থযাত্রী বলে ধারণা করা হচ্ছে।

একে//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি