ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ফিলিস্তিনি বন্দিদের করোনাভাইরাস দিল ইসরাইলি ডাক্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ১২ মার্চ ২০২০

ফিলিস্তিনি কারাবন্দিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য করোনাভাইরাসে আক্রান্ত একজন চিকিৎসককে পাঠিয়েছে ইসরাইল। এতে কারাগারে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিটির প্রধান কাদরি আবু বকর বলেন, পাঁচ দিন আগে ইসরাইলি কারা কর্তৃপক্ষ 'আসকালান' কারাগারে যে চিকিৎসককে পাঠিয়েছিলেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত। তিনি ফিলিস্তিনি কারাবন্দি রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেছেন। ডাক্তারের সংস্পর্শে আসা ফিলিস্তিনি এরপর সব সহবন্দির সংস্পর্শে এসেছেন এবং তাদের সঙ্গে স্বাভাবিকভাবে বসবাস করেছেন।

এ অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো বন্দি প্রাণ হারালে এর দায় ইসরাইলকে বহন করতে হবে বলে তিনি সতর্ক করেছেন।

ইসরাইলে করানাভাইরাস ছড়িয়ে পড়ার পরও কারাগারগুলোতে এ রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে কোনো পদক্ষেপ নেয়া হয় নি বলে জানান কাদরি আবু বকর।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরাইলে প্রায় একশ' জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি