ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বন্ধ ঘোষণা দিল্লির স্কুল কলেজ সিনেমা হল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৯, ১৩ মার্চ ২০২০

করোনাকে মহামারি ঘোষণা করেছে দিল্লি সরকার- হিন্দুস্তান টাইমস

করোনাকে মহামারি ঘোষণা করেছে দিল্লি সরকার- হিন্দুস্তান টাইমস

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দিল্লিতে স্কুল, কলেজ ও সিনেমা হল বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে রাজ্যে করোনাকে মহামারি ঘোষণা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খবর হিন্দুস্তান টাইমস’র।

এক টুইটে কেজরিওয়াল বলেন, ‘মহামারি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে দিল্লি সরকার। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আমাদের সবধরনের সাবধানতা অবলম্বন করা উচিত। আগামী ৩১ মার্চ পর্যন্ত দিল্লির সব সিনেমা হল, স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। জনগণকে বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।’

উল্লেখ্য, ভারতে এ পর্যন্ত অন্তত ৭৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৭ জনই বিদেশি নাগরিক। করোনায় আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণলায়। তবে দিল্লিতে মাত্র ৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। 

এমএস/এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি