ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ইরানে লাশের মিছিল, খোঁড়া হচ্ছে গণকবর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ১৩ মার্চ ২০২০

করোনাভাইরাসে কাবু ইরান। দেশটিতে মৃত্যুর সারি দীর্ঘ হচ্ছে। এর মধ্যে চীন ও দক্ষিণ কোরিয়া কিছুটা সামলে উঠলেও বেশ বড় ক্ষতির মুখে রয়েছে ইরান। প্রায় চার শতাধিক লোকের মৃত্যু হয়েছে দেশটিতে। তাদের জন্য খোঁড়া হচ্ছে গণকবর। খবর ওয়াশিংটন পোস্ট।

বিশাল-বিশাল গণকবর খোঁড়ার ছবি মহাকাশ থেকে ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার ৭৫ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯। মধ্যপ্রাচ্যের আর কোনও দেশে এতো খারাপ পরিস্থিতি এখনও হয়নি। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কিয়ানুশ জাহানপুর জানান, গত ২৪ ঘণ্টায় ১০৭৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০, ০৭৫ জন। 

অন্যদিকে করোনা ভাইরাসের ফলে সৃষ্ট অবস্থান থেকে উন্নতির জন্য আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের কাছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য চেয়েছে দেশটি।

২১ ফেব্রুয়ারি থেকে নতুন করে গণকবর খোঁড়া শুরু হয়েছে। যার আয়তন প্রায় ১০০ ইয়ার্ডস বা প্রায় ৯২ মিটার। এই ছবি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে। চীনের পর ইরানই যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, গণকবরের ছবিতে তা স্পষ্ট হয়েছে। 

এমএস/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি