ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

নিউজিল্যান্ডে ‘সেলফ-আইসোলেট’ বাধ্যতামূলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৪ মার্চ ২০২০

করোনা ভাইরাসের বিস্তার রোধে নিউজিল্যান্ডে আগত প্রত্যেককে অবশ্যই ‘সেলফ-আইসোলেট’ হতে হবে। এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। রোববার মধ্যরাত থেকে এ আদেশ কার্যকর হবে।

আজ শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এই ঘোষণা দেন জেসিন্ডা আরডার্ন। 

তিনি জানান, করোনা প্রতিরোধে তার সরকারের নেওয়া এই নতুন পদক্ষেপ নিউজিল্যান্ডের অধিবাসীদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে ছাড় পাবেন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের অধিবাসীরা। কারণ, সেখানে এখন পর্যন্ত এই ভাইরাস হানা দেয়নি।

করোনা ভাইরাস প্রতিরোধে নেওয়া নতুন এই পদক্ষেপকে বিশ্বের সবচেয়ে কঠোর বলে বর্ণনা করেছেন তিনি। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো ক্ষমা চাইছি না। কারণ, এখনকার সময়টা অভূতপূর্ব।’

জেসিন্ডা আরডার্ন জানান, সরকারের নেওয়া পদক্ষেপ ১৬ দিনের মধ্যে পর্যালোচনা করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত ছয় ব্যক্তি শনাক্ত হয়েছে।
সূত্র : বিবিসি
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি