ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাশিয়ায় ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৭, ২৫ মার্চ ২০২০

রাশিয়ার কুরিল দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। বুধবার এ ভূমিকম্প আঘাত আনে বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়।

ইউএসজিএস জানায়, জাপানের সাপোরো নগরী থেকে ১৪০০ কিলোমিটার (৮৫০ মাইল) দূরে ভূগর্ভের ৫৯ কিলোমিটার (৩৭ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। তবে ভূমিকম্পে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

ইউএস ন্যাশনাল সুনামি সেন্টার বলেছে, তারা ঝুঁকির মাত্রা নিরুপন করছে। সেইসঙ্গে ভূমিকম্পে এ অঞ্চলে ভয়ঙ্কর সুনামির আশঙ্কা রয়েছে বলে জানায় সংস্থাটি।

এছাড়া প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি হওয়ার আশঙ্কা রয়েছে।

সবচেয়ে উত্তরের চারটি দ্বীপ হাবোমি,সিকোতান,ইটোরুফু ও কুনাসহিরি নিয়ে কুরিল দ্বীপমালা। কুরিল নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হওয়ার পর থেকে বিরোধ চলছে। কুরিল জাপানের উত্তর সীমান্ত হিসেবেও পরিচিত।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি