করোনায় আক্রান্ত নিউইয়র্কের ২১১ পুলিশ
প্রকাশিত : ১৬:২৯, ২৫ মার্চ ২০২০
নিউইয়র্ক পুলিশ
বিশ্বব্যাপী মরণঘাতী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) ২১১ সদস্য। তাদেরকে জরুরীভিত্তিতে আইসোলেশনে নেয়া হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ মার্চ) এক ঘোষণায় নিউইয়র্ক পুলিশ অধিদফতর এ তথ্য জানায়।
পুলিশ অধিদফতর জানিয়েছেন, এনওয়াইপিডির সদস্যদের মধ্যে ১৭৭ জন ইউনিফর্ম অফিসার। বাকিরা আছেন সাদা পোশাকে। তারা ইতোমধ্যেই পার্ক এবং রাস্তায় টহল শুরু করেছে। বাসিন্দারা উপযুক্ত সামাজিক দূরত্ব বজায় রেখে চলছেন কিনা তা নজরদারি করার জন্য। অন্যথায় জরিমানা করা হবে।
এছাড়া শহরটিতে গাড়ি সাইট পার্কিং ৩১ মার্চ পর্যন্ত বাতিল করা হয়েছে। ইতোমধ্যে ফেডারেল সরকার মরিয়াভাবে প্রয়োজনীয় ৪০০ সেট পূর্ণাঙ্গ চিকিৎসা সামগ্রী (ভেন্টিলেটর) সরবরাহ করেছে, যা নিউইর্য়ক সিটি হাসপাতালে বিতরণ করা হবে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। কেননা, সেখানে চাহিদা রয়েছে ৩০ হাজার।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৩৬ জন। এদিন নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ২৮৭ জন, মৃত্যু হয়েছে ৬৮৯ জনের।
এনএস/
আরও পড়ুন