ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

করোনা ভাইরাস : ২ ট্রিলিয়ন ডলারের বিল স্বাক্ষর করলেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৮ মার্চ ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ ট্রিলিয়ন ডলারের করোনা ভাইরাস রিলিফ বিলে স্বাক্ষর করেছেন। করোনা ভাইরাসের কারণে আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এ বিল পাশ করা হয়েছে। 

ওভাল অফিসে করোনাভাইরাস রিলিফ বিলে স্বাক্ষর করার পর ট্রাম্প বলেন, আমি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক রিলিফ বিলে স্বাক্ষর করেছি। এর মাধ্যমে আমাদের পরিবারগুলোকে, কর্মী ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এর আগে সিনেট ও প্রতিনিধি পরিষদে কণ্ঠ ভোটের মাধ্যমে বিলটি সর্বসম্মতভাবে পাশ হয়। এ বিলটিকে যুক্তরাষ্ট্রে ইতিহাসে সবচেয়ে বড় আকারের বিল বলা হচ্ছে। 

এদিকে প্রাণঘাতী করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যায় ইতোমধ্যেই ইতালি, চীন ও স্পেনের মতো দেশগুলোকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭২৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৩ জনের। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৫২২ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ড ওমিটারের তথ্যে আজ শনিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুন করে ৩৯৮ জনের মৃত্যু হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি