ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

সৌদি’র মক্কা-মদিনায় কারফিউ চলছে

সৌদি আরব প্রতিনিধি

প্রকাশিত : ২১:১২, ২ এপ্রিল ২০২০

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় ২৪ ঘণ্টা কারফিউ ঘোষণা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে এ কারফিউ কার্যকর হয়েছে।

এর আগে এ দুই নগরীসহ দেশটির বিভিন্ন প্রদেশে ২১ দিনের আংশিক কারফিউ জারি করা হয়। প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়ে সকাল ৭টা পর্যন্ত চলছে। এই প্রথম দেশটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে বলে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে। 

এর আগে এই পবিত্র নগরীসমূহের কিছু এলাকায় লকডাউন ও বেশ কিছু জায়গায় কড়াকড়ি জারি করা হয়েছিল। 

উল্লেখ্য, সৌদি আরবে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ১৬৫ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৮৮৫। এ পর্যন্ত মারা গেছেন ২১জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৮ জন। দেশটিতে এ পর্যন্ত ৩ বাংলাদেশী প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি