ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ব্রিজ থেকে ছিটকে পড়ল পিকনিক বাস, নিহত ১৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৫, ৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

ব্রাজিলে ৫০ ফুট উঁচু একটি ব্রিজ থেকে রেললাইনের ওপর আছড়ে পড়ল একটি পিকনিক বাস। যাতে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও ২৭ জন। 

দক্ষিণ আমেরিকান দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় মাইনাস গেরাইস রাজ্যের জোয়াও মনলিভাদে শহরে স্থানীয় সময় শুক্রবার (৪ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

আপাতভাবে মনে করা হচ্ছে- ট্যুর বাসটির চালক এটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ডেইলি মিরর এ খবর জানায়।

কর্মকর্তারা বলছেন- ব্রেক ফেল হওয়ায় চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার বিভাগ বলছে- ছিটকে পড়ার আগেই বাস থেকে চালকসহ ছয়জন বেরিয়ে আসতে সক্ষম হয়।

দেশটির পরিবহন কর্মকর্তারা বলছেন- ব্রাজিলে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে ৩০ হাজার লোকের মৃত্যু হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি