ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বিস্ফোরণের পর সৌদি তেল স্থাপনায় ছড়িয়ে পড়েছে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৯, ১৩ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশের একটি ভাসমান তেল স্থাপনায় আগুন ধরে গেছে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের বিস্ফোরক বোঝায় দুটি বোটে সৌদি নিরাপত্তা বাহিনী হামলা চালালে ওই তেল স্থাপনায় আগুন ধরে যায়।

শুক্রবার (১৩ নভেম্বর) সৌদি জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বোট দুটি ধ্বংসের পর তেল স্থাপনায় আগুন ধরে যায় তবে এতে তেল স্থাপনার ক্ষয়ক্ষতি ছাড়া কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইয়েমেনের হুথিদের পক্ষ থেকে একটি ড্রোন হামলা নস্যাৎ করে দিয়েছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি গতকাল বলেন, সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুথিদের বিস্ফোরক ভর্তি একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। উপায়হীন হয়ে ইয়েমেনের হুথি যোদ্ধা ও তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা সামরিক হামলা চালাচ্ছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি