ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে লাখের কাছাকাছি মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ২৫ মে ২০২০

করোনা সংক্রমণ ছড়ানোর চার মাসের ব্যবধানে মার্কিন যুক্তরাষ্ট্রে লাখ হতে চলেছে প্রাণহানি। কার্যকরী কোন ভ্যাকসিন আবিষ্কৃত না হওয়ায় প্রকট আরও বাড়িয়ে দিয়েছে। 

তবে, আগের দিনের তুলনায় ২৪ ঘণ্টায় কমেছে মৃতের সংখ্যা। তবে, থেমেই নেই সংক্রমণ ছড়ানো। যার শিকার রেকর্ড সংক্রমণে আক্রান্তের তালিকা পৌনে ১৭ লাখের বেশি মানুষ। 

বাংলাদেশ সময় আজ সোমবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে গত একদিনে সাড়ে ১৯ হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৬১৭ জনের।  ফলে, এখন পর্যন্ত সর্বোচ্চ ক্ষমতাধর দেশটিতে প্রাণহানি ৯৯ হাজার ৩শ জনে ঠেকেছে। 

আক্রান্তের তুলনায় সুস্থতার হার অনেকটা কম হলেও বেঁচে ফিরেছেন ৪ লাখ সাড়ে ৫১ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১৭ হাজার ১৩৫ জন।

করোনার সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে নিউইয়র্ক শহর। যেখানে প্রাণহানি ২৯ হাজার ২৩১ জন। আক্রান্ত ৩ লাখ প্রায় ৭০ হাজারের বেশি। এরপরেই রয়েছে নিউ জার্সি। যেখানে ১ লাখ ৫৫ হাজারের বেশি আক্রান্তের প্রাণ গেছে ১১ হাজার ১৩৯ জনের। 

লাখ ছাড়িয়ে ইলিনয়সে আক্রান্তের সংখ্যা ১ লাখ প্রায় ১০ হাজার। যেখানে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৮৫৬ জনের। ম্যাসাসুয়েটস অঙ্গরাজ্যকে পেছনে ফেলে আক্রান্ত বেড়েছে ক্যালিফোর্নিয়ায়। যেখানে আক্রান্ত প্রায় সাড়ে ৯৪ হাজার মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ৭৯০ জনের। 

এদিকে, করোনাঘাতে যুক্তরাষ্ট্রের পরই টালমাটাাল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রোববার (২৪ মে) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে এ নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি