ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঈদের দিনে সোমালিয়ায় বোমা হামলা, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৭, ২৫ মে ২০২০

পবিত্র ঈদ উল ফিতরের উৎসবের মধ্যে সোমালিয়ায় ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। খবর দ্যা ন্যাশন ও টিআরটি ওয়াল্ড’র।

স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়ডোয়া শহরে এই বিস্ফোরণ ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মোক্তার বলেন, ‘প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনের মৃতদেহ পাওয়া গেছে এবং ২০ জন আহত হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এ জন্য মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।’ হামলার প্রত্যক্ষদর্শী মোহাম্মদ ইব্রাহিম জানান, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বিস্ফোরণ ঘটে। ঈদের উৎসব উপভোগ করতে বিশেষ করে নাচের জন্য শনিবার ও রোববার মানুষ সেখানে জড়ো হয়েছিল।

তবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি