ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

জাপানে জরুরি অবস্থা প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৭, ২৫ মে ২০২০ | আপডেট: ১৭:২৮, ২৫ মে ২০২০

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে প্রায় দুই মাস জরুরি অবস্থা জারি করেছিল জাপান সরকার। ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণে আসায় এ জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।

আজ সোমবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে জরুরি অবস্থা প্রত্যাহারের এই ঘোষণা দেন তিনি। খবর ডয়চে ভেলে ও সিএনএন’র। 

প্রধানমন্ত্রী অ্যাবে বলেন, ‘জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য আমাদের কঠোর মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল। আমরা বিচার-বিশ্লেষণ করে দেখেছি এসব মানদণ্ড পূরণ হয়েছে। গত ৭ এপ্রিল প্রথমবারের মতো কিছু কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারির পর কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি।’ 

মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়ে সরকারের সমালোচনা শুরু হলে ৭ এপ্রিল জরুরি অবস্থা জারি করেন শিনজো অ্যাবে। পরে দেশজুড়ে দফায় দফায় এই জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি করা হয়। জাপান করোনার প্রকোপ কমে আসায় চলতি মাসের মাঝের দিকেই বিধি-নিষেধে শিথিলতা আনতে শুরু করে। তবে করোনার বিস্তারে লাগাম টানতে রাজধানী টোকিওসহ দেশটির বেশ কিছু অঞ্চলে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। তবে বিশ্বের বিভিন্ন দেশের তুলনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা অনেক কম রয়েছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে। 

উল্লেখ্য, জাপানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৬০০ জনের বেশি এবং মারা গেছেন ৮৩৯ জন।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি