ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাশিয়ায় আক্রান্ত সাড়ে ৩ লাখ পেরিয়েছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ২৬ মে ২০২০

রাশিয়ায় চলতি মাসের মাঝামাঝিতে করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও শেষ সময়ে এসে কমতে শুরু করেছে। যদিও এখনো প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার মানুষের দেহে মিলছে ভাইরাসটির সংক্রমণ। 

যেখানে এখন পর্যন্ত করোনার শিকার সাড়ে ৩ লাখের বেশি মানুষ। তবে, আগের মতোই নিয়ন্ত্রণে রয়েছে প্রাণহানি। যার সংখ্যা সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে।  

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দ্য মস্কো টাইমস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত বেড়ে ৩ লাখ ৫৩ হাজার ৪২৭ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৯২ জনের। এ নিয়ে সেখানে এখন পর্যন্ত ৩ হাজার ৬৩৩ জনের প্রাণ কেড়েছে করোনা। 

যার অধিকাংশেই রাজধানীর মস্কোতে বসবাসকারী নাগরিক। লকডাউন শিথিল হওয়ায় খুলেছে অনেক কারখানা, চলছে গণপরিবহনও। তবে, নিশ্চিত করা হয়েছে মুখে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার। আগামী ৩১ মে পর্যন্ত চলবে লকডাউন। 

এদিকে, করোনা সংক্রমণ প্রতিরোধে দেশটির নাগরিকদের অনলাইনে ভোট নেয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিন। এমনকি, করোনার প্রকোপ ঠেকাতে সরকারের নেয়া পদক্ষেপ নিয়ে কারো কোন অভিযোগ বা মন্তব্য থাকলে তার জন্য প্রেসিডেন্টের দরজা সবসময় খোলা রয়েছে বলেও জানান পুতিন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি