ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারত ও চীন বিরোধে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ২৭ মে ২০২০ | আপডেট: ২১:১৮, ২৭ মে ২০২০

Ekushey Television Ltd.

সীমান্তে ভারত ও চীনের মধ্যে উত্তেজনায় যুদ্ধের প্রস্তুতি চলছে দুই দেশেই। এ বৈরীতার ইস্যুতে ভারত-চীনকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার তিনি এ প্রস্তাব দেন। খবর দ্যা ইকোনমিক টাইমস’র।  

ট্রাম্প বলেছেন, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব একচু্য়াল কন্ট্রোল-এলএসি) দুই প্রতিবেশীর সামরিক বাহিনীর মধ্যে সৃষ্ট অব্যাহত স্থবিরতায় ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধে ‘মধ্যস্থতা বা সালিশ’ করতে ‘প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম’ তিনি। এক টুইট বার্তায় তিনি এ কথা বলেন। 

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেও ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে চাইলে নয়াদিল্লি তা প্রত্যাখ্যান করেছিল। সে সময় ভারতের পক্ষ থেকে বলা হয়েছিল, দ্বিপক্ষীয় ইস্যুতে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা নেই।

প্রায় ৩৫০০কিলোমিটার দীর্ঘ এলএসি হলো ভারত এবং চীন মধ্যে ডি-ফ্যাক্টো সীমান্ত। সম্প্রতি লাদাখ এবং উত্তর সিকিমের এলএসি বরাবর বেশ কয়েকটি অঞ্চলে ভারত ও চীনা উভয় সেনাবাহিনীর মুখোমুখি হয়েছে। দুই দেশই সেখানে বড় ধরনের সেনাবহর নিয়োজিত করেছে। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি