এই প্রথম করোনায় দুই শান্তিরক্ষীর মৃত্যু
প্রকাশিত : ১৫:১৭, ৩০ মে ২০২০
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর দু’জন সদস্য মারা গেছেন। শুক্রবার জাতিসংঘের পক্ষ থেকে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এই দুই সদস্য আফ্রিকার দেশ মালিতে অবস্থানকালে ভাইরাসে সংক্রমিত হন। করোনায় মৃত্যুর ঘটনাটি শান্তিরক্ষী বাহিনীতে এই প্রথম।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, দুর্ভাগ্যবশত আমি বলতে চাই যে, গতকাল এবং আজ আমাদের দুই সেনা সহকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
জানা গেছে, করোনায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন শান্তিরক্ষী কম্বোডিয়ার এবং আরেকজন এল সালভেদরের।
জাতিসংঘের পক্ষ থেকে আরও জানানো হয়, শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের মধ্যে এ পর্যন্ত ১৩৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৩ জন। মারা গেছেন দুজন।
বিশ্বের বিভিন্ন স্থানে ১৫টি মিশনে জাতিসংঘের পক্ষ থেকে প্রায় এক লাখ শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।
এএইচ/
আরও পড়ুন