আসামে ভূমিধসের মাটি চাপায় মৃত্যু ২০
প্রকাশিত : ১৫:৩৮, ২ জুন ২০২০
ভারতের আসাম রাজ্যে ভূমিধসের স্থলে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। ছবি: সংগৃহীত
ভারতের আসাম রাজ্যে ভয়ঙ্কর ভূমিধস হয়েছে। এতে মাটি চাপা পড়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। রাজ্যটির দক্ষিণ অংশে ওই ভূমিধসের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, যারা ইতিমধ্যেই মাটি চাপা পড়ে মারা গেছেন তারা মূলত দক্ষিণ আসামের বারাক উপত্যকা অঞ্চলের ৩ জেলার বাসিন্দা। গত কয়েকদিন ধরেও ওই এলাকায় একনাগাড়ে বৃষ্টি হচ্ছিল। প্রচণ্ড বৃষ্টির ফলেই ওই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।
নিহত ২০ জনের মধ্যে কাছার জেলার বাসিন্দা ৭ জন, হাইলাকান্দি জেলার ৭ জন এবং করিমগঞ্জ জেলায় ৬ জন রয়েছেন বলে একটি সূত্র জানিয়েছে। ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান এবং উদ্ধারকাজে তৎপরতা চালান।
গত কয়েকদিন ধরে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ওই রাজ্য। আসামে মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কমপক্ষে ৩ লাখ ৭২ হাজার মানুষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার গোয়ালপাড়া জেলা, তারপরেই রয়েছে নাগাঁও এবং হোজাই জেলা।
সরকারি হিসাবে আসামের বন্যায় এখন পর্যন্ত ৬ জন মানুষ মারা গেছেন এবং ৩৪৮টি গ্রাম বন্যার পানিতে ডুবে আছে। ওই রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে যে, আসামে প্রায় ২৭,০০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে প্রবল বন্যার কারণে। খবর ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি’র
এএইচ/
আরও পড়ুন