ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাজিলে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৩ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনায় লাশের স্তুপে পরিণত হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত একদিনে পূর্বের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে। 

সর্বোচ্চ এই সংক্রমণে ব্রাজিলে সাড়ে ৫ লাখ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। মৃত্যুর মিছিল বেড়ে ৩১ হাজার পেরিয়েছে। সময় যত গড়াচ্ছে পূর্ব প্রস্তুতির অভাব ততটাই স্পষ্ট হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহৎ এই দেশটিতে। 

ব্রাজিলের এই করুণাবস্থা ভোগাচ্ছে সহগোত্রীয় দেশগুলোকেও। পেরু, চিলি, এল সালভেদর, গুয়েতেমালা ও নিকারগুয়া, আর্জেন্টিনা, পানামার মতো দেশগুলাতে হু হু করে বাড়ছে সংক্রমণ, স্বজন হারা হয়েছে ষাট হাজারের বেশি মানুষ। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৬৩ জনের দেহে মিলেছে করোনা সংক্রমণ। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৬ হাজার ৬৬৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ১ হাজার ২৩২ জনের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩১ হাজার ২৭৮ জনে ঠেকেছে। যদিও এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২ লাখ ৪০ হাজারের বেশি মানুষ। 

সর্বোচ্চ মৃত্যুতে ব্রাজিল এখন চতুর্থ রাষ্ট্র। উপরে আছে ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। 

এদিকে আক্রান্ত ও প্রাণহানির এমন হারে বিশ্ব সাস্থ্য সংস্থার আশঙ্কাই যেন বাস্তব রূপ দেখতে পারছে ব্রাজিল। সংস্থাটি গতমাসের শেষের দিকে বলেছেছিল, ‘চলমান অবস্থা অব্যাহত থাকলে আগামী আগস্টের মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা সোয়া লাখ ছাড়িয়ে যেতে পারে। শুধু তাই, এ অঞ্চলের অন্যান্য দেশেও ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা।’

কিন্তু বাস্তবচিত্র আরও ভয়াবহ। আগামী আগস্ট মাস আসতে আসতে প্রাণহানি দেড় লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির বিশেষজ্ঞরা। 

এদিকে, লাতিন আমেরিকার আরেক দেশ পেরুতে আক্রান্ত পৌনে ২ লাখে পৌঁছেছ, প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৭৬৭ জনের। চিলিতে সংক্রমিতের সংখ্যা ১ লাখ সাড়ে ৮ হাজার ছাড়িয়েছে, সেখানে এখন পর্যন্ত ১ হাজার ১৮৮ জনের মৃত্যু হয়েছে। 

মেক্সিকোতে এখন পর্যন্ত ৯৭ হাজার ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা, মৃত্যু হয়েছে সাড়ে ১০ হাজারের বেশি। ইকুয়েডরে আক্রান্ত সাড়ে ৪০ হাজার ছুঁই ছুঁই, প্রাণ গেছে সেখানে ৩ হাজার ৪১৪ জনের।

আর্জেন্টিনায় ১৮ হাজার ৩১৯ জনের আক্রান্তে মারা গেছে ৫১৫ জন। এছাড়াও পানামায় ১৪ লাখ ছাড়িয়েছে সংক্রমিতের সংখ্যা, ৩৫২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।  

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি