যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিল চীন
প্রকাশিত : ১০:৫৮, ৫ জুন ২০২০ | আপডেট: ১৩:৫০, ৫ জুন ২০২০
চীনে উৎপত্তি হওয়া করোনায় লাখের বেশি মানুষের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে গত সপ্তাহে নিরাপত্তা বাহিনীর হাতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর জের ধরে বিক্ষোভে উত্তাল এখন ট্রাম্পের দেশ।
আর এতে করেই ফায়দা লুটছে চিরপ্রতিদ্বন্দ্বী চীন। পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান আন্দোলনকে বেশ গুরুত্বের সাথে উঠে এসেছে চীনা গণমাধ্যমগুলোতে। ঠিক যেমনটা গত বছর হংকংয়ের গণতন্ত্রের সমর্থনে চীনবিরোধী আন্দোলনে লেগে পড়েছিল যুক্তরাষ্ট্র।
ফলে, চলমান সহিংস আন্দোলনকে ঘিরে একরকম প্রতিশোধ নিচ্ছে চীন। বিশ্লেষকরা যাকে দেশটির জয় হিসেবে দেখছেন।
এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে চীনের কূটনীতিকরা যুক্তরাষ্ট্রে হওয়া বর্ণবাদবিরোধী আন্দোলনের নিন্দাও জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসতে শেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যাকাণ্ডের শিকার হন। এরপর থেকে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। যেখানে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।
এআই//
আরও পড়ুন