ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের উত্তাল বিক্ষোভে যোগ দিলেন ডাক্তার-নার্সরাও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৪, ৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

উত্তাল যুক্তরাষ্ট্র। পুলিশের হামলায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে প্রায় দুই সপ্তাহ জুড়ে বিক্ষোভে চলছে। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ দেশটির সব রাজ্যে ছড়িয়ে পড়েছে। এবার এমন প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছেন করোনা যুদ্ধে সামনের সারির সৈনিক (ফ্রন্ট লাইন ফাইটার) চিকিৎসক ও সেবিকারা। খবর ওয়াসিংটন পোস্ট’র।

গতকাল বৃহস্পতিবার নিউইয়ার্কের ম্যানহাটনের বিলেভু হাসপাতালের সামনে মাস্ক, হাসপাতালের পোশাক ও অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরে এক শতরও বেশি ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীকে বিক্ষোভে অংশ নিতে দেখা যায়। তাদের হাতের প্লেকার্ডে লেখা ছিল- ‘স্বাস্থ্য সেবা সবার জন্যই’, ‘বর্ণবাদ আমার রোগীকে মেরে ফেলছে’ প্রভৃতি স্লোগান। বিক্ষোভে অংশ নিয়ে ডাক্তার-নার্সরা বলছেন, আন্দোলনকারীদের ‘ধন্যবাদ!’ ‘আমরা তোমাদের ভালোবাসি’ স্লোগান ধরতেও দেখা গেছে তাদেরকে।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে শুধু নিউইয়র্ক শহরেই মৃত্যু হয়েছে প্রায় ২১ হাজার মানুষের। আক্রান্ত-মৃতদের অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর। সরকারি হিসেবে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র জুড়ে করোনায় আক্রান্ত হয়ে যেসব মানুষের মৃত্যু হচ্ছে তাদের ২৩ শতাংশই কৃষ্ণাঙ্গ। দেশটির মোট জনসংখ্যার মাত্র ১৩.৪ শতাংশ কৃষ্ণাঙ্গ। নিউইয়র্কে করোনায় আক্রান্ত মৃত শ্বেতাঙ্গদের তুলনায় দ্বিগুণ হারে মারা যাচ্ছেন কৃষ্ণাঙ্গরা।

উল্লেখ্য, গত ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। 

এমএস/এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি