ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার ভারতীয় পুলিশ ‘ফ্লয়েড স্টাইলে’ গলা চেপে ধরল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ৬ জুন ২০২০ | আপডেট: ১০:০০, ৬ জুন ২০২০

যুক্তরাষ্ট্রের পুলিশ জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ যুবকে হাঁটু দিয়ে চেপে নির্মমভাবে হত্যা করেছে। সেই হত্যার রেশ এখনো কাটেনি, দেশটিতে চলছে তুমুল বিক্ষোভ। সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো এবার ভারতে। রাজস্থানের এক যুবককে গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন ভারতীয় এক পুলিশ। তবে, এই ঘটনার ভুক্তভোগী প্রাণে বেঁচে গেছেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

জানা যায়, বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে সোমকরণ নামের এক ব্যক্তি মাস্ক না পড়ে রাস্তার ধারে বসে থাকায় টহল পুলিশের জেরার মুখে পড়েন। দুই পুলিশ সদস্য তার কাছে জানতে চান, কেন মাস্ক পরেননি। তা নিয়েই পুলিশ সদস্যদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। হাতাহাতির ঘটনাও ঘটে। সেই সময়ই এক পুলিশ সদস্য সোমকরণকে মাটিতে শুইয়ে তার গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন। 

পরিস্থিতি দেখে স্থানীয় মানুষজন এগিয়ে আসেন। তাদের হস্তক্ষেপে পুলিশ সোমকরণকে ছেড়ে দেয়। কিন্তু পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় সোমকরণকে। পুলিশকে শারীরিক লাঞ্ছনার অভিযোগে মামলা হয়েছে তার বিরুদ্ধে।

জর্জ ফ্লয়েডের মতো এ ঘটনারও পাশ থেকে কেউ একজন পুরো বিষয়টির ভিডিও করেন। পরে তা আপ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই দ্রুত ছড়িয়ে পড়ে ভিডিওটি। তা দেখেই অনেকে এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের জর্জ ফ্লয়েডের ঘটনার পুনরাবৃত্তি বলে উল্লেখ করছেন।

সোমকরণকে এমন অমানবিকভাবে হাঁটু দিয়ে গলা চেপে ধরা অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থাই নেয়নি দেশটির প্রশাসন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মাস্ক না পরায় জরিমানা দিতে বলায় পুলিশ সদস্যদের জামাকাপড় ছিঁড়ে ফেলেছেন সোমকরণ। তাই পুলিশকে আক্রমণাত্মক হতে হয়েছে।

প্রসঙ্গত, হাঁটু দিয়ে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের গলা চেপে ধরেছিল যুক্তরাষ্ট্রের পুলিশ। ছটফট করতে করতে ফ্লয়েড পুলিশকে বলেছিলেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’ ছাড়েনি পুলিশ। নয় মিনিট পর ছাড়লো, ততক্ষণ না–ফেরার দেশে চলে গেছেন ফ্লয়েড। তার পর থেকেই ইতিহাসের ভয়াবহ বিক্ষোভ চলছে আমেরিকায়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি