ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এবার ‘করোনামুক্ত’ হলো নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ৮ জুন ২০২০

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা অ্যার্ডেন। ফাইল ছবি

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাসিন্ডা অ্যার্ডেন। ফাইল ছবি

নিউজিল্যান্ডে এখন কোনও কভিড-১৯ রোগী নেই বলে জানিয়েছে সেদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন করে কোনো করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়নি এখানে, হাসপাতালেও কেউ নেই। ফেব্রুয়ারির ২৮ তারিখের পর এই প্রথম দেশটি করোনাভাইরাস আক্রান্তের শূন্য পর্যায়ে নেমে আসলো। খবর আল জাজিরা’র

স্বাস্থ্য মন্ত্রণালয় এক ঘোষণায় বলেছে, ‘আজ আমরা ঘোষণা করছি নিউজিল্যান্ডে আর কোভিড-১৯ আক্রান্ত কোনো রোগী নেই।’

সোমবার এক বিবৃতির মাধ্যমে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অ্যাশলে ব্লুমফিল্ড জানিয়েছেন, সর্বশেষ যে ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল তিনি এখন উপসর্গমুক্ত। ৪৮ ঘণ্টা ধরে কোনো উপসর্গ দেখা না দেওয়ায় শেষ রোগীকেও আইসোলেশন থেকে মুক্ত করা হলো।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যা নাগাদ দেশটি করোনা সংক্রান্ত সব বিধিনিষেধ তুলে দিতে পারে। সরকারের উচ্চপর্যায়ের বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে মোট ১ হাজার ৫০৪ জন করোনা রোগী পাওয়া যায়। এর মধ্যে ২২ জন মারা গেলেও বাকি ১৪৮২ জন সুস্থ হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ৮৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি