ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯,৯৯৬, মৃত্যু ৩৫৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ১১ জুন ২০২০

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৯৯৬ জন করোনার শিকার হয়েছেন। এ সময় প্রাণহানি ঘটেছে ৩৫৭ জনের। যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু। 

আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।  

কেন্দ্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে,  ‘করোনা ভাইরাস মহামারি রূপে দেখা দেওয়ার পর থেকে ভারতজুড়ে ৫ কোটিরও বেশি  বেশি মানুষের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে শুধু মঙ্গলবারই রেকর্ড ১ লাখ ৫১ হাজার ৮০৮ জনের শরীরে নমুনা পরীক্ষা করা হয়েছিল। যাতে এখন পর্যন্ত ২ লাখ ৮৬ হাজার ৫৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। 

অপরদিকে, প্রাণ হারিয়েছেন ৮ হাজার ১০২ জন মানুষ। এর মধ্যে বেশিরভাগই মহারাষ্ট্রের বাসিন্দা। এ রাজ্যে এখন পর্যন্ত মোট ৩ হাজার ৪৮৩ জনের মৃত্যু হয়েছে।

সারাবিশ্বের করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় সংক্রমণের বিচারে পঞ্চম স্থানে এখন ভারত। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া এবং ব্রিটেনের পরেই রয়েছে দেশটি।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি