ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র বিমান বাহিনীতে প্রথম কৃষ্ণাঙ্গ প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১২ জুন ২০২০ | আপডেট: ১৫:০৭, ১২ জুন ২০২০

জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র

জেনারেল চার্লস ব্রাউন জুনিয়র

Ekushey Television Ltd.

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডে পুরো দেশ যখন টালমাটাল, তখনই একজন কৃষ্ণাঙ্গকে বিমান বাহিনীতে প্রধান হিসেবে নিয়োগ দিল যুক্তরাষ্ট্র। একজন আফ্রো-আমেরিকান জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রকে বিমান বাহিনীর চিফ অফ স্টাফ পদে মনোনয়ন অনুমোদন করেছে সিনেট। খবর রয়টার্স

মঙ্গলবার বিমান বাহিনী প্রধান হিসেবে জেনারেল চার্লস ব্রাউনকে নিয়োগের প্রস্তাব সিনেটের ভোটে সর্বসম্মতভাবে পাস হয়েছে। তবে আর্মড সার্ভিসেস কমিটি ব্রাউনের মনোনয়ন অনুমোদন করেছিল গত মে মাসেই। কয়েক সপ্তাহ দেরির পর সিনেট তার নিয়োগ নিশ্চিত করল। এই নিয়োগের মধ্য দিয়ে চার্লস ব্রাউন জুনিয়রই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সামরিক বাহিনীর একটি গুরুত্বপূর্ণ শাখার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন। 

এর আগে এই কর্মকর্তা বিমান বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান ছিলেন। ২০১৬ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। সে সময় মধ্যপ্রাচ্যে দেশটির সকল সামরিক কর্মকাণ্ড তদারকি করেছেন।

সিনেটে জেনারেল চার্লস ব্রাউন জুনিয়রের পক্ষে ৯৮টি ভোট পড়ে। বিপক্ষে কোনো ভোট পড়েনি। 

চার্লস ব্রাউন তার নিয়োগ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শতাব্দীর পর শতাব্দীর বর্ণবাদের পর এক ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে বলে আশা প্রকাশ করেছেন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি