ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত ইউক্রেন প্রেসিডেন্টের স্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৫, ১৩ জুন ২০২০

প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির সঙ্গে ওলেনা জেলিনস্কা

প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির সঙ্গে ওলেনা জেলিনস্কা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলিনস্কির স্ত্রী। শুক্রবার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে এই খবর নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন ওলেনা জেলিনস্কা।

ওলেনা জেলিনস্কা তার পোস্টে লিখেছেন, ‘আজ আমি করোনাভাইরাস শনাক্ত পরীক্ষার পজিটিভ রিপোর্ট পেয়েছি। এটি অপ্রত্যাশিত সংবাদ। আমি ও আমার পরিবার মাস্ক, গ্লাভস ও সর্বনিম্ম যোগাযোগ বজায় রাখার নিয়ম বিশেষভাবে বিবেচনা করছি।’

ইউক্রেন ফার্স্টলেডি আরও জানান, তিনি ভালো অনুভব করছেন এবং হাসপাতালে ভর্তি হননি। তবে স্বামী ও সন্তানদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকছেন।

ইউক্রেনে এ পর্যন্ত ২৯ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮০০ জনের বেশি।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি