ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ১৪ জুন ২০২০

ইউসুফ রাজা গিলানি

ইউসুফ রাজা গিলানি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার ইউসুফ রাজা গিলানির ছেলে কাশিম গিলানি তার বাবার করোনায় আক্রান্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

কাশিম গিলানি টুইটারে জানান, 'করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছে বাবার।' তার বাবার করোনা আক্রান্ত হওয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) দায়ী করেছেন গিলানির ছেলে কাশিম। 

টুইটারে কাসিম আরও লিখেছেন, 'ইমরান খানের সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে ধন্যবাদ! আপনারা সফলভাবে আমার বাবার জীবন বিপন্ন করতে সক্ষম হয়েছেন।'

জানা যায়, ন্যাশন্যাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরোর (এনএবি) একটি জালিয়াতির মামলার শুনানির পরপরই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনা আক্রান্ত হন। গত বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে এনএবি’র দায়ের করা ওই জালিয়াতির মামলার এক শুনানিতে হাজির হয়েছিলেন ইউসুফ রাজা গিলানি।

এদিকে, এর আগে গত ৮ জুন পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও রেলমন্ত্রী শেখ রশিদ আহমাদ করোনায় আক্রান্ত হন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি