ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ফ্লয়েড হত্যা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে লন্ডনে বিক্ষোভ সমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ১৪ জুন ২০২০

লন্ডনে বর্ণবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ

লন্ডনে বর্ণবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ

করোনা পরিস্থিতির কারণে জমায়েতের উপর নিষেধাজ্ঞা ছিল কর্তৃপক্ষের। কিন্তু সেই নিষেধাজ্ঞা ভেঙ্গে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল লন্ডনে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। এখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনাও ঘটে। খবর বিবিসি

বর্ণবাদবিরোধী প্লাটফর্ম থেকে গতকাল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ কর্মসূচির ডাক দিলে যুক্তরাজ্য প্রশাসন সমাবেশে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু সেটি না মেনে সকাল থেকেই কেন্দ্রীয় লন্ডনে দলে দলে লোক জড়ো হতে থাকে। এক পর্যায়ে পুলিশ তাদের হটিয়ে দেয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে যায়। বিক্ষোভকারীরা পানির বোতলসহ অন্যান্য জিনিসপত্র ছুড়তে থাকে পুলিশের দিকে।

জানা গেছে, লন্ডনের বাইরের এলাকাতেও বিক্ষোভ হয়েছে এদিন। বর্ণবাদবিরোধী এই বিক্ষোভে ১৪ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। আজ রবিবারও বিক্ষোভের পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। 

অন্যদিকে, স্থানীয় পুলিশ কমিশনার বিক্ষোভকারীদেরকে রাস্তায় না নেমে প্রতিবাদ জানানোর অন্য উপায় অবলম্বনের আহ্বান জানিয়েছেন। রাস্তায় নেমে বিক্ষোভ সমাবেশে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি আছে বলে সতর্ক করেছেন তিনি।

গত ২৫ মে মিনিয়াপোলিস শহরে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদ শুরু হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান বর্ণবাদবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বজুড়ে এখনো চলছে প্রতিবাদ-বিক্ষোভ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি