ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান: ভারতীয় সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ১৪ জুন ২০২০

ভারত ও চীনের মধ্যকার চলমান সীমান্ত বিরোধ আলোচনার মাধ্যমে নিরসন হবে বলে আশাপ্রকাশ করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। দু’দেশের সীমান্তে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বলেও দাবি করেছেন তিনি। 

গত মাসের শুরুতে পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকায় ভারত ও চীনা সেনাদের মধ্যে টানাপড়েন দেখা দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (১২ জুন) উভয় দেশের মেজর জেনারেল পর্যায়ে আলোচনা হয়। মূলত সমাধান খুঁজতে বৈঠকে বসে দুই দেশ।

এ বিষয়ে ভারতের সেনাপ্রধান বলেন,‘চীনের সঙ্গে আমাদের সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুই দেশেরই সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। বৈঠকের মাধ্যমে চলমান মতবিরোধগুলো নিয়ে আপাতত সমঝোতায় এসেছি আমরা।’

জেনারেল এম এম নারাভানে বলেন, ‘আমি সবাইকে আশ্বস্ত করছি, চীনের সঙ্গে আমাদের সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইদানিং বেশ কয়েকটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং আমরা আশাবাদী যে চলতি সংলাপের মধ্যদিয়ে সব ঠিক হয়ে যাবে।’

এর আগে গত সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘চীনের সঙ্গে তার দেশের কয়েক দশকের পুরনো সীমান্ত সমস্যা রয়েছে। যত দ্রুত সম্ভব এ সমস্যার  সমাধান চায় তার দেশ।’

ভারতের সরকারি সূত্র থেকে জানা গেছে যে, এই সপ্তাহের শুরুর দিকে পূর্ব ও লাদাখের কিছু অংশে ভারত ও চীনা সেনারা পারস্পরিক নিস্পত্তির পথে হেঁটেছে। একটি উল্লেখযোগ্য সমাধানের লক্ষ্যে চীনা সেনা ৩ কিলোমিটার পিছু হেঁটেছে। প্রত্যুত্তরে ভারতের তরফ থেকে কিছু সেনাকে ফেরানো হয়েছে। 

সূত্রঃ পার্সটুডে

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি