ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চীনে ফের করোনার আঘাত, একদিনেই আক্রান্ত ৫৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ১৪ জুন ২০২০

করোনা জ্বরে যখন কাঁপছে বিশ্ব, তখন সবকিছুতে স্বাভাবিক ভাইরাসটির উৎপত্তিস্থল চীন। গত এপ্রিলে নিয়ন্ত্রণে আসার পর ভাইরাসটির এবার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে দেশটিতে। যেখানে একদিনেই শিকার হয়েছেন ৫৭ জন। 

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে উৎপত্তি হওয়া ভাইরাসটি দ্রুত বিস্তার লাভ করায় এ বছরের প্রথমদিকে কঠোরভাবে লকডাউন পালনের নির্দেশ দেয় চীনা সরকার। এর সুফলও মিলেছে। কিন্তু, নিয়ন্ত্রণে আসার পর এবার দ্বিতীয় আঘাত হানতে যাচ্ছে করোনা। যার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

আজ রোবববার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, গত ২৪ ঘণ্টায় কোন প্রাণহানি না ঘটলেও ৫৭ জনের শরীরে মিলেছে ভাইরাসটি। যার মধ্যে ৩৬ জনই স্থানীয়ভাবে সংক্রমিত। তারা বেইজিংয়ের বাসিন্দা। স্থানীয় সংক্রমিত হওয়া আরও দু’জন উত্তরপূর্বের লিওনিং প্রদেশের। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন, তারাও বেইজিংয়ে আক্রান্তদের সংস্পর্শে ছিলেন।

স্থানীয়ভাবে নতুন এই গুচ্ছ সংক্রমণের কারণে বেইজিংয়ের বেশ কিছু স্থান লকডাউন করা হয়েছে। বাজারের কাছাকাছি থাকা ১১টি আবাসিক এলাকার বাসিন্দাদের ঘরে থাকতে বলা হয়েছে। দুই মাস পর রাজধানীতে প্রথম করোনা শনাক্ত হয়েছিল।

নতুন করে আক্রান্ত হওয়া বাকিরা বিদেশ থেকে এসেছেন। এতে করে চীনে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৩ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রাণ গেছে ৪ হাজার ৬৩৪ জনের। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি